Lyrics

নীলাম্বরী শাড়ি পরি – ইয়াসমিন মুশতারী

নীলাম্বরী শাড়ি পরি লিরিক্স নীলাম্বরী-শাড়ি পরি' নীল যমুনায় কে যায়?যেন জলে চলে থল-কমলিনী ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়॥কলসে কঙ্কণে রিনিঝিনি ঝনকে,চমকায় উন্মন চম্পা বনকে,দলিত অঞ্জন নয়নে ঝলকে, ...

আমি বনফুল গো – ইয়াসমিন মুশতারী

আমি বনফুল গো লিরিক্স আমি বনফুল গো।।ছন্দে ছন্দে দুলি আনন্দেআমি বনফুল গো। বাসন্তীকার সঙ্গে আমি।।মালিকার ও দুল গো।। আমি বনফুল গোছন্দে ছন্দে দুলি আনন্দেআমি বনফুল গো। বনের পরী ...

বন কুন্তল এলায়ে – ইয়াসমিন মুশতারী

বন কুন্তল এলায়ে লিরিক্স বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে সকরুণ সুরে। বিষাদিত ছায়া তার চৈতালী সন্ধ্যার চাঁদের মুকুরে।।চপলতা বিসরি যেন বন-যৌবন বিরহ-ক্ষীণ আজি উদাস উন্মন, তোলে না ঝঙ্কার ...
yasmin mustari image

দাঁড়ালে দুয়ারে মোর – ইয়াসমিন মুশতারী

দাঁড়ালে দুয়ারে মোর লিরিক্স দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী। গাহিয়া সজল চোখে বেলা-শেষের রাগিণী॥ মিনতি-ভরা আঁখি ওগো কে তুমি ঝড়ের পাখি (ওগো) কি দিয়ে জুড়াই ব্যথা কেমনে ...

পরান প্রিয় কেন এলে অবেলায়- ইয়াসমিন মুশতারী

পরান প্রিয় কেন এলে অবেলায় লিরিক্স পরান-প্রিয়! কেন এলে অবেলায় শীতল হিমেল বায়ে ফুল ঝ’রে যায়।। সেদিনও সকাল বেলা খেলেছি কুসুম–খেলা, আজি যে কাঁদি একেলা ভাঙ্গা এ মেলায়।। ...

গঙ্গা সিন্ধু নর্মদা – ইয়াসমিন মুশতারী

গঙ্গা সিন্ধু নর্মদা লিরিক্স গঙ্গা সিন্ধু নর্মদা কারেরী যমুনা ঐ বাহিয়া চলেছে আগের মতন, কই রে আগের মানুষ কই।। মৌনী স্তব্ধ সে হিমালয়তেমনি অটল মহিমময় নাই তার সাথে ...

হারানো হিয়ার নিকুঞ্জ পথে – ইয়াসমিন মুশতারী

হারানো হিয়ার নিকুঞ্জ পথে লিরিক্স হারানো হিয়ার নিকুঞ্জপথে কুড়াই ঝরা ফুল একেলা আমি।তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি।। চারিপাশে মোর উড়িছে কেবল শুকনো পাতা মলিন ...

আসিলে এ ভাঙা ঘরে কে – ইয়াসমিন মুশতারী

আসিলে এ ভাঙা ঘরে কে লিরিক্স আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি। হরষে বরিষে বারি শাওন-গগন তিথি।। বকুল-বনের সাকি নটীন পুবালি হাওয়া বিলায় সুরভি-সুধা, মাতায় কানন-বীথি।। ...

আমি পূরব দেশের পুরনারী – ইয়াসমিন মুশতারী

আমি পূরব দেশের পুরনারী লিরিক্স আমি পূরব দেশের পুরনারী (গো)গাগরি ভরিয়া এনেছি গো অমৃত-বারি।। পদ্মকুলের আমি পদ্মিনী-বধূ এনেছি শাপলা-পদ্মের মধু ঘন বন ছায়ায় শ্যামলী মায়ায় শান্তি আনিয়াছি ভরি’ ...
Scroll to Top