Lyrics

গঙ্গা সিন্ধু নর্মদা – ইয়াসমিন মুশতারী

গঙ্গা সিন্ধু নর্মদা লিরিক্স গঙ্গা সিন্ধু নর্মদা কারেরী যমুনা ঐ বাহিয়া চলেছে আগের মতন, কই রে আগের মানুষ কই।। মৌনী স্তব্ধ সে হিমালয়তেমনি অটল মহিমময় নাই তার সাথে ...

হারানো হিয়ার নিকুঞ্জ পথে – ইয়াসমিন মুশতারী

হারানো হিয়ার নিকুঞ্জ পথে লিরিক্স হারানো হিয়ার নিকুঞ্জপথে কুড়াই ঝরা ফুল একেলা আমি।তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি।। চারিপাশে মোর উড়িছে কেবল শুকনো পাতা মলিন ...

আসিলে এ ভাঙা ঘরে কে – ইয়াসমিন মুশতারী

আসিলে এ ভাঙা ঘরে কে লিরিক্স আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি। হরষে বরিষে বারি শাওন-গগন তিথি।। বকুল-বনের সাকি নটীন পুবালি হাওয়া বিলায় সুরভি-সুধা, মাতায় কানন-বীথি।। ...

আমি পূরব দেশের পুরনারী – ইয়াসমিন মুশতারী

আমি পূরব দেশের পুরনারী লিরিক্স আমি পূরব দেশের পুরনারী (গো)গাগরি ভরিয়া এনেছি গো অমৃত-বারি।। পদ্মকুলের আমি পদ্মিনী-বধূ এনেছি শাপলা-পদ্মের মধু ঘন বন ছায়ায় শ্যামলী মায়ায় শান্তি আনিয়াছি ভরি’ ...

ও কে উদাসী বেণু বাজায় – ইয়াসমিন মুশতারী

ও কে উদাসী বেণু বাজায় লিরিক্স ও কে উদাসী বেণু বাজায় ডাকে করুণ সুরে আয় আয়।। ও সে বাঁধন হারা বাহির বিলাসী গৃহীরে করে সে পরবাসী রস যমুনায় ...

আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় – ইয়াসমিন মুশতারী

আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় লিরিক্স আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওইওই পাহাড়ের ঝর্না আমি, ঘরে নাহি রই গোউধাও হ’য়ে বই।। চিতা বাঘ মিতা আমার গোখ্‌রো খেলার সাথিসাপের ...

মোহাম্মদের নাম জপেছিলি – ইয়াসমিন মুশতারী

মোহাম্মদের নাম জপেছিলি লিরিক্স মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে,তাই কি রে তোর কন্ঠের গান এমন মধুর লাগে। ওরে গোলাব নিরিবিলি,(বুঝি) নবীর কদম ছুঁইয়েছিলি,(তাই) তাঁর কদমের খোশবু আজও ...

অঞ্জলী লহ মোর সঙ্গীতে – ইয়াসমিন মুশতারী

অঞ্জলী লহ মোর সঙ্গীতে লিরিক্স অঞ্জলি লহ মোর সঙ্গীতে।প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মমতোমায়, হে সুন্দর, বন্দিতে!সঙ্গীতে সঙ্গীতে।।তোমার দেবালয়ে কি সুখে কি জানিদু’লে দু’লে ওঠে আমার দেহখানিআরতি –নৃত্যের ভঙ্গীতে।সঙ্গীতে ...

হে প্রিয় আমারে দিব না ভুলিতে – ইয়াসমিন মুশতারী

হে প্রিয় আমারে দিব না ভুলিতে লিরিক্স হে প্রিয় আমারে দিব না ভুলিতেমোর স্মৃতি তাই রেখে'যাই শত গীতে॥বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরেবিরহী বাঁশি ঝুরে আমারি সুরেআমারি করুণ গাথা গাহিবে ...
Scroll to Top