Biography Of Yasmin Mushtari

ইয়াসমিন মুশতারী উপমহাদেশের সময়ের অন্যতম প্রধান নজরুল সংগীত এবং রাগাশ্রয়ী গানের শিল্পী। একই সাথে তিনি  একজন  দক্ষ গজল গাইয়ে।

ইয়াসমিন মুশতারী, সুরের মাঝেই তার জন্ম ঢাকার এক সাহিত্য ও সংস্কৃতিমনস্ক পরিবারে। তাঁর পিতা তালিম হোসেন ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক এবং বাংলাদেশ নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা। তাঁর মা রত্নগর্ভা বেগম মাফরুহা চৌধুরী ছিলেন খ্যাতনামা সাংবাদিক, কথাশিল্পী ও সাহিত্যিক। বাবার নজরুল একাডেমী গড়ার নানাবিধ  সাংস্কৃতিক কাজ এবং প্রতিনিয়ত বড় বোনদের গুরুমুখী শিক্ষায় ভরপুর পরিবার। এই সুরের মাঝেই সর্বকনিষঠ শামার (ডাক নাম) বেড়ে ওঠা । ইয়াসমিন মুশতারী, শৈশব থেকেই বাবা মা গড়ে দিয়েছেন শিল্পীর সংগীতের ভিত্তি। শিল্পীর বড় বোন শবনম মুশতারী এ দেশের নজরুল সংগীতের জগতে আরেক কিংবদন্তী এবং পারভীন মুশতারী এ দেশের সংগীত জগতের আরেক উজ্জ্বল নক্ষত্র। দুই ভাইদের একজন শাহরিয়ার চৌধুরী- কনসালটেন্ট, থাকেন আমেরিকায় এবং আরেক ভাই ক্যাপ্টেইন (অবঃ) হাসনাইন চৌধুরী, পেশায় বিমানের পাইলট।

ইয়াসমিন মুশতারীর সংগীত শিক্ষা শুরু ১০ বছর বয়সে বিখ্যাত ওস্তাদ ফুল মোহাম্মদ ওস্তাদ আখতার সাদমানী’র কাছে। এরপর শিল্পী সোহরাব হোসেন এবং সুধীন দাসের কাছ থেকেও তালিম নেন। নজরুল একাডেমীর সংগীতের উপর ৬ বছরের কোর্স সমাপ্ত করেন অত্যন্ত সাফল্যের সাথে। পরবর্তীতে নজরুল সঙ্গীত সম্রাজ্ঞী ফিরোজা বেগম এবং শেখ লুৎফর রহমান এর সান্নিধ্য পান।

গজল সম্রাট উস্তাদ মেহেদী হাসান ইয়াসমীন মুশতারীর হাতে শিষ্যত্যের নাড়া বেঁধে দিচ্ছেন

সংগীতের জন্য অনেক স্বীকৃতি এবং সন্মাননা পেয়েছেন ইয়াসমিন মুশতারী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বিটিভির নুতন কুঁড়ির চ্যাম্পিয়ন, নজরুল একাডেমীর সর্বচ্চো সন্মাননা সুর সাকী (গোল্ড মেডেল), ৩ বার চ্যানেল আই এর শ্রেষ্ঠ নজরুল সংগীত শিল্পী, কবির জন্মস্থান পশ্চিমবঙ্গের চুরুলিয়ার ‌’নজরুল পুরষ্কার’, বাংলাদেশের জাতীয় নজরুল পদকসহ রয়েছে দেশ-বিদেশ থেকে প্রাপ্ত আরো অনেক স্বীকৃতি এবং সন্মাননা।

মাত্র ছয় বছর বয়সে নজরুল একাডেমিতে ছয় বছরের শিক্ষা কোর্সের সমাপ্তি পরীক্ষায় উচ্চানগ্য ও নজরুল সঙ্গীতে প্রথম স্থান অধিকার করে সুরসাকী উপাধি ও স্বর্ণপদক লাভ করেন। বারো বছর বয়সেই তিনি নিয়মিত বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সংগীত পরিবেশন শুরু করেন এবং ‘নতুন কুঁড়ি’ ও আন্তঃজেলা চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে ব্যাপক খ্যাতি অর্জন করেন।

ছোটবলো থেকেই তিনি গজল সম্রাট উস্তাদ মেহদী হাসান-এর সংগীতে গভীরভাবে অনুপ্রাণিত হন। ইয়াসমিন মুশতারী তাঁর গান নিয়মিত অনুসরণ ও চর্চা করতেন। ১৯৮৬ সালে সার্কের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসেন উস্তাদ মেহেদী হাসান। তখন তিনি লোকমুখে ইয়াসমিন মুশতারী সম্পর্কে জানতে পারেন যে কিনা তারই গজল নিয়মিত চর্চা করে। অনেকটা কৌতুহলবশত তিনি ইয়াসমিন মুশতারীর গান শুনতে আগ্রহ প্রকাশ করেন এবং গজল শুনে মুগ্ধ হন । যার ফলশ্রুতিতে তিনি উস্তাদ মেহেদী হাসানের একটি অনুষ্ঠানে তাঁর সঙ্গে একই মঞ্চে তাঁরই গজল পরিবেশন করার আমন্ত্রণ পান। এবার মঞ্চে ইয়াসমিনের গান শুনে তিনি বিষ্ময় প্রকাশ করেন এবং এতো অল্প বয়সে কায়দা করে গজল গাইবার ঢংকে প্রশংসা করেন। পরবর্তীতে উস্তাদ মেহেদী হাসান স্ব-ইচ্ছায় তাঁকে আনুষ্ঠানিকভাবে নিজের শিষ্যরূপে গ্রহণ করেন এবং গজলে তালিম দেন। পাশাপাশি মেহদী হাসান তাকে তাৎক্ষণিকভাবে খুশি হয়ে; তাকে তার ‌’গায়েবি সাগরীদ’উপাধি দেন।

নজরুল সংগীতে অসাধারণ অবদানের জন্য তিনি বহু পুরস্কার লাভ করেছেন। তিনি দেশে বিদেশের বহু মঞ্চে সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছেন। সংগীত পরিবেশন করে অজস্র শ্রোতাকে মুগ্ধ করেছেন। Versatile Singer হিসেবে তার একটি বিশেষ সুনাম আছে।

কোভিড-১৯ মহামারির সময় তিনি বহু ভার্চুয়াল কনসার্টে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ টেলিভিশনে ঋতুভিত্তিক নজরুল সংগীত পরিবেশন করেন, যা প্রমাণ করে আধুনিক প্রযুক্তি মাধ্যমেও তিনি সক্রিয় ও প্রাসঙ্গিক।

সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা ইয়াসমিন মুশতারী আজও নজরুল সংগীতের প্রাণ ও প্রেরণা হয়ে আছেন। তাঁর স্বামী মুশতাক আহমেদ বরাবরই তাঁর কর্মে সহায়তা করে আসছেন।

ব্যাক্তিগত জীবনে স্বামী মুশতাক আহমেদ, এক পুত্র এবং এক কন্যা সন্তানের গর্বিত জননী ইয়াসমিন মুশতারী বসবাস করেন ঢাকায়

সেরা সঙ্গীতশিল্পী পুরস্কার (উল্লেখযোগ্য পদক):

◽ নতুন কুঁড়ি পদক (বিটিভি),

◽ এ মাসের গান পদক-২০০০ (বিটিভি),

◽ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০০৬ (চ্যানেল আই),

◽ গুণীজন সম্মাননা পদক-২০০৬ (কথা ললিতকলা একাডেমি),

◽ গুণীজন সম্মাননা পদক-২০১০ (কাজের জন্য লড়াই-কাজল),

◽ ক্যাডেট কলেজ ক্লাব পদক-২০১১,

◽ কবি মাহবুবুল আলম চৌধুরী সম্মাননা পদক-১২১২ (স্বপ্নকুঁড়ি),

◽ হাজী মোহাম্মদ মোহসীন সম্মাননা-২০১৩,

◽ এস.এম সুলতান গুণীজন সম্মাননা-২০১৩ (এস.এম সুলতান ললিতকলা একাডেমি),

◽ নজরুল একাডেমী সম্মাননা পদক-২০১৩ (নজরুল একাডেমী, বাংলাদেশ),

◽ বেঙ্গল ক্ল্যাসিক্যাল মিউজিক ফেস্টিভাল-২০১৪ অ্যাওয়ার্ড (বেঙ্গল ফাউন্ডেশন),

◽ বিশেষ সম্মাননা পদক-২০১৪ (নাট্যসভা),

◽ নজরুল পুরস্কার-২০১৪ (নজরুল একাডেমী, পশ্চিমবঙ্গ),

◽ বিশেষ সম্মাননা পদক-২০১৫ (বাংলাদেশ সাস্কৃতিক ঐক্যজোট),

◽ আজীবন সম্মাননা পদক-২০১৫ (উদীয়মান বাংলাদেশ),

◽ সিম্ফোনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০১৬ (চ্যানেল আই),

◽ মা দিবস সম্মাননা পদক-২০১৬ (শেকড়, যশোর),

◽ স্টার অ্যাওডয়ার্ড-২০১৭,

◽ জাতীয় সমাজসেবা দিবস সম্মাননা-২০১৭ (সমাজসেবা অফিস, বাংলাদেশ সরকার),

◽ নজরুল আড্ডা পদক-২০১৯ (বাঁশরী),

◽ ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০২০ (চ্যানেল আই),

◽ নজরুল পুরস্কার-২০২১ (কবি নজরুল ইনস্টিটিউট),

◽ সপ্তসুর পদক-২০২৩ (সপ্তসুর),

◽ নজরুল সঙ্গীত স্বর্ণ পদক-২০২৪ (চয়ন সাহিত্য ক্লাব),

◽ নজরুল সম্মাননা-২০২৫ (পারফর্মিং আর্ট সেন্টার),

◽ নজরুল পুরস্কার (নজরুল সংগীত শিল্পী সংস্থা, চট্টগ্রাম),

◽ বিশেষ সম্মাননা পদক (ইস্টওয়েস্ট ইন্টা. স্কুল এন্ড কলেজ),

◽ বিশেষ সম্মাননা পদক (ওরকা ওল্ড ফ্রেন্ডস),

◽ বিশেষ সম্মাননা পদক (পিদিম),

◽ বসুধা ঢাকঢোল বিশেষ সম্মাননা (বসুধা বিল্ডার্স),

◽ বিশেষ সম্মাননা পদক (বাংলা অলিম্পিয়াড, ইন্টার. হোপ স্কুল),

◽ বিশেষ সম্মাননা পদক (ওরকা ওল্ড ফ্রেন্ডস),

◽ বিশেষ সম্মাননা পদক (ইন্টার. নজরুল রিসার্চ সেন্টার, কলকাতা),

◽ বিশেষ সম্মাননা পদক (কেন্দ্রীয় কচিকণ্ঠের আসর),

◽ বিশেষ সম্মাননা পদক (নজরুল জন্মজয়ন্তি উদযাপন পরিষদ, চট্টগ্রাম),

◽ কাজী নজরুল ইসলামের জন্ম শতবর্ষ বিশেষ সম্মাননা পদক (নজরুল একাডেমী, পশ্চিমবঙ্গ),

◽ নজরুল সঙ্গীত সম্মেলন বিশেষ সম্মাননা পদক (দর্শনা, চুয়াডাঙ্গা),

◽ বিশেষ সম্মাননা পদক (বাংলাদেশ উপ-হাইকমিশনার, কলকাতা)।

গানের অ্যালবাম (একক):

◽ সেই মিঠে সুরে (নজরুল সঙ্গীত),

◽ রমজানের ঐ রোজার শেষে (নজরুল সঙ্গীত),

◽ মহুয়া বনে (নজরুল সঙ্গীত),

◽ রাঙা অতিথি (নজরুল সঙ্গীত),

◽ সেদিনে এক বিকেলে (আধুনিক গান),

◽ প্রাণের মেলায় (নজরুল সঙ্গীত),

◽ মধুহসিনী (নজরুল সঙ্গীত)।

ইয়াসমিন মুশতারী পর্যন্ত ১০৫টির উপরে নজরুল মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। গানের একক অ্যালবাম প্রকাশ করেছেন মোট ১১টি। পাশাপিশি বেশ কিছু যৌথ গানের অ্যালবামও প্রকাশ করেছেন। পর্যন্ত দেশের বাইরে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ায় মোট ৩০টিরও বেশি লাইভ অনুষ্ঠানে পারফর্ম করেছেন তিনি। সেরা সঙ্গীতশিল্পী হিসেবে তিনি পর্যন্ত ১৪৫টিরও বেশি পুরস্কার অর্জন করে খ্যাতি লাভ করেছেন।

Yasmin Mushtari is one of the leading Nazrul Sangeet and Ragashrayee singers of the subcontinent. She also performs Bangla and Urdu ghazals.

Born on September 8, Yasmin Mushtari hails from a noble, literary and culturally rich family. Her father, Talim Hossain, was a prominent poet and journalist and the founder of the Bangladesh Nazrul Academy. Her mother, Ratnagarbha Begum Mafruh Chowdhury, was a renowned journalist, poet and writer. Yasmin Mushtari grew up in this cultural environment. Her parents have laid the foundation for the artist’s music since childhood. The artist’s elder sister, Shabnam Mushtari, is a legend in the world of Nazrul Sangeet in this country and 2nd sister Parveen Mushtari is another shining star in the music world of this country. One of the two brothers, Shahriar Chowdhury, is a statistician working as a consultant based in the United States of America. The other brother, Captain (Retd.) Hasnain Chowdhury, served in Biman Bangladesh Airlines all his professional life.

Yasmin Mushtari began her musical education at the age of 10 with the famous Ustad Phul Mohammad Khan. After that, she took lessons from the legendary Nazrul Sangeet artists Sohrab Hossain and Sudhin Das. She completed a 6-year course on music at Nazrul Academy with great success. She received Nazrul Academy’s highest honor Sur Saki (Gold Medal) later. She also had the opportunity to get directions and advice from the great Nazrul Sangeet empress Firoza Begum and Sheikh Lutfar Rahman.

With the legendary ghazal maestro Ustad Mehdi Hasan

At the age of twelve, she started performing regularly on Bangladesh Television and Betar and gained widespread fame. Yasmin Mushtari has received many recognitions and honors for her music. Notable among these are – BTV’s Nutan Kuri Champion, 3 times Channel I’s Best Nazrul Sangeet Artist, ‘Nazrul Award’ from Churulia, West Bengal, the poet’s birthplace, the National Nazrul Medal of Bangladesh, and many other recognitions and honors received from home and abroad. She has impressed countless listeners with her music. She has a special reputation as a versatile singer.

From a very young age, she was deeply inspired by the music of Ghazal Emperor Ustad Mehdi Hasan. Yasmin Mushtari used to follow and practice his songs regularly. When Ustad Mehdi Hasan visited Bangladesh in 1986 at the invitation of SAARC he came to know about Yasmin Mushtari from the people who were in contact with him. Out of curiosity, he expressed interest in listening to Yasmin Mushtari’s songs and was fascinated by her rendition of his ghazals. He was so pleased with Yasmin that he invited her to perform his ghazals on the same stage that he performed. He was amazed to hear Yasmin singing on stage and praised her style of singing his ghazals with such perfection. Later, Ustad Mehdi Hasan voluntarily accepted her as his disciple and spent a few days to give her tips & directions to sing the Ghazals even better. Mehdi Hasan her the title of his ‘Gayebi Sagared’.

During the Covid-19 pandemic, she participated in virtual concerts and performed seasonal Nazrul Sangeet on Bangladesh Television, which proves that she is active and relevant even through modern technology.

Growing up in a cultural environment, Yasmin Mushtari is still the life and inspiration of Nazrul Sangeet. Her husband, Mushtaq Ahmed, has always supported her in her work.

In her personal life, Yasmin Mushtari, the proud mother of one son and one daughter, lives in Dhaka.

Best Musician Award (Notable Awards):

◽ Notun Kuri Padak (BTV),

◽ Song of the Month Padak-2000 (BTV),

◽ Citycell-Channel I Music Award-2006 (Channel I),

◽ Gunijan Honorary Padak-2006 (Kotha Lalit Kala Academy),

◽ Gunijan Honorary Padak-2006 (Kajer Joon Yaad-Kajol),

◽ Cadet College Club Padak-2011,

◽ Poet Mahbubul Alam Chowdhury Honorary Padak-1212 (Swapnokuri),

◽ Haji Mohammad Mohsin Honorary Padak-2013,

◽ S.M. Sultan Gunijan Honorary Padak-2013 (S.M. Sultan Lalit Kala Academy),

◽ Nazrul Academy Honorary Padak-2013 (Nazrul Academy, Bangladesh),

◽ Bengal Classical Music Festival-2014 Award (Bengal Foundation),

◽ Special Honorary Award-2014 (Natya Sabha),

◽ Nazrul Award-2014 (Nazrul Academy, West Bengal),

◽ Special Honorary Award-2015 (Bangladesh Cultural Unity Alliance),

◽ Lifetime Honorary Award-2015 (Udiyaman Bangladesh),

◽ Symphony-Channel I Music Award-2016 (Channel I),

◽ Mother’s Day Honorary Award-2016 (Shekar, Jessore),

◽ Star Award-2017,

◽ National Social Service Day Honorary Award-2017 (Social Service Office, Government of Bangladesh),

◽ Nazrul Adda Award-2019 (Flute),

◽ Oikya-Channel I Music Award-2020 (Channel I),

◽ Nazrul Award-2021 (Kabi Nazrul Institute),

◽ Saptoshur Award-2023 (Saptoshur),

◽ Nazrul Sangeet Gold Award-2024 (Choyon Sahitya Club),

◽ Nazrul Award-2025 (Performing Art Center),

◽ Nazrul Puraskar (Nazrul Sangeet Shilpi Sangstha, Chittagong),

◽ Special Honorary Award (Eastwest Int. School and College),

◽ Special Honorary Award (Orca Old Friends),

◽ Special Honorary Award (Pidim),

◽ Basudha Dhakdhol Special Honorary Award (Basudha Builders),

◽ Special Honorary Award (Bangla Olympiad, Inter. Hope School),

◽ Special Honorary Award (Orca Old Friends),

◽ Special Honorary Award (Inter. Nazrul Research Center, Kolkata),

◽ Special Honorary Award (Central Kachikanth Asar),

◽ Special Honorary Award (Nazrul Janmjayanti Udjawan Parishad, Chittagong),

◽ Kazi Nazrul Islam Birth Centenary Special Honorary Award (Nazrul Academy, West Bengal),

◽ Nazrul Sangeet Sammelan Special Honorary Award (Darshan, Chuadanga),

◽ Special Honorary Award (Bangladesh Deputy High Commissioner, Kolkata).

Song Album (Single):

◽ Shei Mithe Sure (Nazrul Sangeet),

◽ Ramjaner Oi Rojar Sheshe (Nazrul Sangeet),

◽ Mahua Boney (Nazrul Sangeet),

◽ Ranga Otithi (Nazrul Sangeet),

◽ Sediner Ek Bikele (Modern Song),

◽ Praner Melay (Nazrul Sangeet),

◽ Modhuhashini (Nazrul Sangeet).

Yasmin Mushtari has so far sung more than 105 Nazrul and original songs. She has released a total of 11 solo albums of songs. She has also released several joint song albums. So far, she has performed in more than 30 live events outside the country in the United States, India, Pakistan, and Australia. She has won more than 145 awards as the best musician.

Eminent Nazrul Sangeet Singer With A Phenomenal & Magical Classical Voice.

Yasmin Mushtari

Discography

Albums

Shei Mithe Sure

সেই মিঠে সুরে (নজরুলের গান)

Ranga Otithi

রাঙা অতিথি (নজরুলের গান)​

Ramjaner Oi Rojar Sheshe

রমজানের ঐ রোজার শেষে (নজরুলের গান)

Mahua Boney

মহুয়া বনে (নজরুলের গান)

Scroll to Top