খিলখিল কাজী, ইয়াসমিন মুশতারী ও অনুপম হায়াৎ পেলেন ‘আমিই নজরুল সম্মাননা’ | প্রথম আলো

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রথমবারের মতো প্রবর্তিত ‘আমিই নজরুল সম্মাননা পেলেন’ তিন নজরুল গুণী। সম্মাননাপ্রাপ্ত হলেন নজরুল–দৌহিত্রী, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সংগীতশিল্পী খিলখিল কাজী, নজরুল সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী ও নজরুল গবেষক ও লেখক অনুপম হায়াৎ।

নজরুল চর্চা ও গবেষণা কেন্দ্র ‘আমিই নজরুল’ এই সম্মাননার আয়োজক। বৃহস্পতিবার এক আয়োজনের মধ্য দিয়ে ‘আমিই নজরুল সম্মাননা’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী ইয়াসমিন মুশতারী, আমিই নজরুল পরিচালক উম্মে রুমা ট্রফি, সদস্য শাহিনা পারভীন, শায়লা রহমান, সংগীতা পাল, ইশরাত জাহান, মো. সম্রাট, মোহনা রেজা, অদ্বিতীয়া। নজরুলের অভিভাষণ পাঠ করেন আবৃত্তিকার শওকত আলী তারা। নাচ পরিবেশন করেন সেজুতি দাস।

সম্মাননা পাওয়া ব্যক্তিরা ছাড়াও অনুষ্ঠানের বক্তব্য দেন বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড কমিটির সভাপতিমন্ডলীর সদস্য ড. এ কে এম শাহনাওয়াজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো. এমরান জাহান, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির সভাপতি, কবি রোকেয়া ইসলাম, সভাপতিমন্ডলীর সদস্য অনুবাদক ড. এলহাম হোসেন, শিশুসাহিত্যিক দন্ত্যস রওশন, নজরুল গবেষক নাসির আহমেদ, কথাসাহিত্যিক মনি হায়দার ও ‘আমিই নজরুল’-এর নির্বাহী পরিচালক আবু সাঈদ।

সূত্র: প্রথম আলো

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top